সিরিয়া ইস্যুতে এরদোগানকে ট্রাম্পের ফোন

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়া নিয়ে এরদোগানকে ট্রাম্পের ফোন। ছবি : সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে ফোনালাপ করেছেন। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে এ ফোনালাপ হয়।

সিরিয়া সীমান্তে শরণার্থীদের জন্য নিরাপদ অঞ্চল বিষয়ে তুরস্কের অবস্থান জানতে ডোনাল্ড ট্রাম্প এরেদোগানকে ফোন দেন।

এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু নিউজ।

হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প তুর্কি প্রেসিডেন্টকে ফোন করেন। ফোনালাপে দুই প্রেসিডেন্ট সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যৌথ বাহিনী গঠন এবং সঙ্ঘাত নিরসনে রাজনৈতিক সমাধানে সহায়তার বিষয়ে আলোচনা করেন।

এ সময় এরদোগান ও ট্রাম্প দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ দুই প্রেসিডেন্ট ৭৫ বিলিয়ন ডলার বাণিজ্য লক্ষ্য অর্জনে রোডম্যাপ প্রণয়ন এবং কোনও প্রকার ক্ষয়-ক্ষতি ছাড়াই যৌথ লক্ষ্য অর্জনের বিষয়ে কথা বলেন।

হোয়াইট হাউস আরও জানায়,সিরিয়া সীমান্তে নিরাপদ অঞ্চল গঠনের বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব জেনারেল স্টাফকে ওয়াশিংটনের তুর্কি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে