দেশদ্রোহী আখ্যা পেলেন শচীন!

ক্রীড়া ডেস্ক

ফাইল ছবি

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে ভারতীয় দলের খেলার বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করায় দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।

দেশটির প্রখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামী শচীনকে দেশদ্রোহী বলে আখ্যা দেন। তার এ মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তৈরি হয়েছে।

universel cardiac hospital

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের ৪৯ সিআরপিএফ সদস্য মারা গেছেন। নৃশংস সেই হামলায় পাকিস্তান জড়িত, এমনটিই দাবি করছে ভারত।

আর এই জঙ্গি হামলার কারণে বিশ্বকাপেও পাকিস্তানের সঙ্গে না খেলার পরামর্শ দিয়ে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলীসহ ভারতীয় সাবেক তারকা ক্রিকেটাররা।

তবে উল্টো কথা বলছেন সুনীল গাভাস্কার, কপিল দেব ও শচীন টেন্ডুলকার।

শচীন বলেন, বিশ্বকাপের ইতিহাসে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। প্রতিবারই জয় পেয়েছে ভারত। আরও একবার পাকিস্তানকে হারানোর সুযোগ আমাদের সামনে। তাই বিনা লড়াইয়ে পাকিস্তানকে দুই পয়েন্ট পেতে সাহায্য করা আমাদের উচিত নয়। আমি চাইব পাকিস্তানের সঙ্গে ভারত খেলুক।

কিংবদন্তি ক্রিকেটার শচীনের এমন মন্তব্যে রীতিমতো চড়াও হন প্রখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামী। শচীনের সমালোচনা করে টকশোতে অর্ণব গোস্বামী বলেন, শচীন টেন্ডুলকার ১০০ ভাগ ভুল বলছেন। ওনার যদি সামান্যতম বুদ্ধি থাকত, তবে উনি প্রথম ব্যক্তি হতেন যে বলত, পাকিস্তানের সঙ্গে খেলব না।

শচীনের মতো একই কথা বলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনিও পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে খেলায় মত দেন। ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার গাভাস্কারের সমালোচনা করে অর্ণব বলেন, শচীন-গাভাস্কার দুজনেই ভুল বলছেন। আমাদের দুই পয়েন্টের প্রয়োজন নেই। আমরা নিহতদের প্রতিশোধ চাই। শুধু তাই নয়, শচীনকে দেশদ্রোহী বলেও সমালোচনা করেন অর্ণব গোস্বামী।

ক্রিকেট ইতিহাসে ১০০টি সেঞ্চুরি করা লিটল মাস্টার খ্যাত শচীনকে দেশদ্রোহী বলায় অনুষ্ঠানে উপস্থিত দুই অতিথি আশুতোষ ও সুধাংশু কুলকার্নি কড়া ভাষায় অর্ণব গোস্বামীর সমালোচনা করে অনুষ্ঠান ছেড়ে চলে যান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে