চীনে খনিগর্ভে গাড়ি দুর্ঘটনায় অন্তত ২১ শ্রমিক নিহত এবং ২৯ শ্রমিক আহত হয়েছেন।
উত্তর চীনের একটি খনির গভীরে গাড়িতে করে যাওয়ার সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে সানডে মর্নিং।
জানা গেছে, শনিবার স্থানীয় সময় সকাল আটটা ২০ মিনিটে ইনম্যান মাইনিং কোম্পানির অধীনে থাকা পশ্চিম উজিমকিন বান্নার একটি দস্তা এবং রূপার খনিতে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, খনিগর্ভে যে গাড়িতে করে শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল, সেটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই বিপত্তি।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার পর খনিগর্ভেই ১৫ জন মারা যান। এরই মধ্যে প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে এবং ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।