পুরান ঢাকার ক্যামিকেল কারখানা অপসারণ শুরু ২৮ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে দুটি বিশেষ ফোর্সের মাধ্যমে পুরান ঢাকার ক্যামিকেল কারখানা অপসারণের কাজ শুরু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মো. সাঈদ খোকন ক্যামিকেল অপসারণ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

দুটি ফোর্সের প্রথমটিতে থাকবেন দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রধান এবং দ্বিতীয় ফোর্সে থাকবেন ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ। যাদের বাসায় ক্যামিকেল গোডাউন পাওয়া যাবে, তাদের পানি, গ্যাস, বিদ্যুত ইত্যাদি সুবিধাদি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। 

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে