ভারতীয় দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা এবং একজন পাইলটকে আটকের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।
আসিফ গফুর ভূপাতিত করা বিমানের একটি পাকিস্তান অংশে এবং অন্যটি ভারতীয় অংশে পড়েছে বলে টুইটারে দাবি করেছেন। এর আগে মঙ্গলবার ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটিতে হামলা করে বলে দাবি করে ভারত।
একইসঙ্গে পাকিস্তানের বালাকোটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ভারতীয় বিমানের বোমাবর্ষণের পর বুধবার পাকিস্তানি জঙ্গি বিমানও ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মিরে গিয়ে বোমা ফেলেছে বলেও দাবি করেছেন আসিফ গফুর।
তবে ভারত বলেছে, অন্তত তিনটি পাকিস্তানি জঙ্গি বিমান আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে ঢোকার পর ভারতীয় বিমানবাহিনীর ‘তাড়া খেয়ে’ পালিয়ে গেছে।
অন্যদিকে পাকিস্তান আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সীমানায় থেকেই তাদের জঙ্গিবিমান আক্রমণ জানিয়েছে।