প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প : কুমিল্লায় ঘর পেয়ে খুশি ৩৭৬ পরিবার

বিশেষ প্রতিনিধি

ছবি : সংগৃহিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের ৩৭৬টি গৃহহারা হতদরিদ্র পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প ‘যার এক খণ্ড জমি আছে ঘর নেই, তার জমিতে গৃহ নির্মাণ’উপ-খাতের আওতায় সরকারি ঘর পেয়েছে।

গৃহহারা ছিন্নমূল মানুষের মাথা গোঁজার ঠাঁই হিসেবে ওইসব পরিবারের সদস্যরা সরকারি ঘর পেয়ে প্রত্যেকেই পুলকিত।

universel cardiac hospital

তবে এলাকার সচেতন মহল প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, উপজেলায় এরকম আরো অনেক গৃহহারা পরিবার রয়েছে। ধারাবাহিকভাবে গৃহহারা প্রত্যেকটি পরিবারকেই ঘর করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে এ গৃহ নির্মাণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। ওই কমিটির সভাপতি হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হলেন সদস্য সচিব।

সরেজমিনে দেখা গেছে, মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের আলীরচর গ্রামের ৮৩ বছরের বৃদ্ধা বিধবা বানতের নেছা একটি কুঁড়ের ঘরে বসত করতেন। তিনি এখন রঙিন একটি বাড়ির মালিক।

বানতের নেছা আপ্লুত হয়ে বলেন, আমি কল্পনাই করি নাই আমার একটি ঘর হইব। অহন আমার আর কোন কষ্ট নাই, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইগা দোয়া করি- আল্লার যেন তারে সুস্থ রাহে (রাখে), আরো অনেক বছর বাঁচাইয়া রাহে (রাখে)।

এ ব্যাপারে গৃহ নির্মাণ বাস্তবায়ন কমিটির সভাপতি ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম জানান, প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হলো- একটি পরিবারও গৃহহীন থাকবে না। আর দারিদ্র্য বিমোচনে সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে এই প্রকল্পটি অন্যতম। যার মাথা গোঁজার ঠাঁই ছিল না তিনি এখন সুন্দর পরিচ্ছন্ন একটি ঘরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতে পারছেন। তার মুখে হাসি ফুটছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে