কোটালীপাড়ায় ৪ দিনব্যাপী কবি সুকান্ত মেলা শুরু

ডেস্ক রিপোর্ট

ছবি : সংগৃহিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী কবি সুকান্ত মেলা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তি মনি চাকমা প্রধান অতিথি হিসেবে সন্ধ্যায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় এ মেলা হচ্ছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন প্রতিবছরের মতো এবারও এ মেলার আয়োজন করেছে। মেলাকে কেন্দ্র করে নবরূপে সাজানো হয়েছে কবির বাড়ি ও আশ-পাশ এলাকা। সোমবার এ মেলা শেষ হবে।

চার দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এছাড়াও প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন নামি-দামি শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কবির জীবনী আলোচনা, কবির লেখা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলাও। মেলায় বিভিন্ন ধরনের মিষ্টিমন্ডা, চানাচুর, মাটি ও বাঁশের তৈরি বিভিন্ন ধরনের খেলনাপত্র।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে