অমর একুশে গ্রন্থমেলা : শেষ দিনে নতুন বই এসেছে ৬৩টি

ডেস্ক রিপোর্ট

অমর একুশে গ্রন্থমেলা
ফাইল ছবি

২ মার্চ শনিবার অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন। গ্রন্থমেলা চলে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এদিন মেলায় নতুন বই এসেছে ৬৩টি। সর্বমোট নতুন বইয়ের সংখ্যা ৪,৮৩৪টি

গ্রন্থমেলার বিষয়ভিত্তিক বই :

গল্প-৭৫৭টি, উপন্যাস-৬৯৮টি, প্রবন্ধ-২৭২টি, কবিতা-১৬০৮টি, গবেষণা-৮০টি, ছড়া-১৪৮টি, শিশুতোষ-১৫০টি, জীবনী-১৬৭টি, রচনাবলী-১৫টি, মুক্তিযুদ্ধ-১১০টি, নাটক-৪৩টি, বিজ্ঞান-৭৭টি, ভ্রমণ-৮৫টি, ইতিহাস-৭৭টি, রাজনীতি-৩৩, রম্য/ধাঁধা-৩৭টি, কম্পিউটার-৫টি, রম্য/ধাঁধা-২৮টি, ধর্মীয়-২৫টি, অনুবাদ-৩৮টি, অভিধান-৬টি, সায়েন্স ফিকশন-৪৫ এবং অন্যান্য-৩৩০টি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে