আজ এল ক্লাসিকোতে জিতলেই শিরোপা বার্সার!

আজ এল ক্লাসিকোতে জিতলেই শিরোপা বার্সার!

ছবি: সংগৃহিত

খেলাধুলা ডেস্ক:

শীর্ষে থাকা বার্সেলোনা তিন নম্বরে অবস্থান করা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে। আজ জিতলে ব্যবধান বেড়ে দাঁড়াবে ১২। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই লিগ শিরোপা দৌড় থেকে ছিটকে পড়বে রিয়াল। বার্সেলোনার সঙ্গে শিরোপা দ্বৈরথে তখন থাকবে শুধু অ্যাতলেতিকো মাদ্রিদ।

কিন্তু অ্যাতলেতিকোও বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে। এই ৭ পয়েন্টের ব্যবধান গুছিয়ে অ্যাতলেতিকোর পক্ষে লিগ শিরোপা জেতাটা প্রায় অসম্ভবই বলা চলে।

বাকি ১৩ ম্যাচের মধ্যে আজকের ম্যাচটাই বার্সেলোনার জন্য সবচেয়ে কঠিন। রিয়ালের এই কঠিন বাধা পেরোতে পারলে বার্সার সামনের পথটা হয়ে যাবে মসৃণ। বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে মুখে অন্তত তা মানছেন না। বার্নাব্যুর ‘এল ক্লাসিকো’ যুদ্ধে নামার আগে তিনি বলেছেন, ‘আজ আমরা জিতলেই শিরোপা নিষ্পত্তি হয়ে যাবে, এমনটা ভাবার কারণ নেই। কারণ শিরোপা এখনো অনেক দূরের পথ। লিগ জিততে হলে আমাদের সেই পথটুকু হাঁটতে হবে।’

 তবে তার মনের ভেতরের বিশ্বাসটাও অন্যদের মতোই। আজ জিতলেই হাতের মুঠোয় এসে যাবে শিরোপা। ভালভার্দের পরের কথাতেই সেটি স্পষ্ট, ‘তবে হ্যাঁ, শনিবারের এল ক্লাসিকোটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিততে পারলে আমাদের সামনের কাজটা সহজ হয়ে যাবে।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে