মুস্তাফিজুর রহমানকে ওয়েলিংটন টেস্টের জন্য প্রস্তুত করে রাখা হচ্ছে।
প্রথম টেস্ট চলাকালেই এই কথা জানিয়ে দিলেন কোচ স্টিভ রোডস। তার দাবি, ওয়েলিংটন টেস্টে সতেজ মুস্তাফিজকে পাওয়ার জন্যই হ্যামিল্টনে তাকে খেলানোর ঝুঁকি নেয়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
হ্যামিল্টনে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলতে নেমেছে। আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও অভিষিক্ত এবাদত হোসেন- তিন জন মিলে ৮৭ ওভার বোলিং করেছেন। এর মধ্যে এবাদত একটি মাত্র উইকেট পান। এই অবস্থায় মুস্তাফিজের অভাববোধ করছে বাংলাদেশ।
এই পরিস্থিতিতে দিনের খেলা শেষেও ঘুরেফিরেই এসেছে মুস্তাফিজের প্রসঙ্গ।
কোচ জানিয়েছেন, আগামী ৮মার্চ থেকে বেসিন রিজার্ভে শুরু হতে পাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টেই থাকবেন মুস্তাফিজ। ম্যাচটি শুরু হবে আগামী ৮ মার্চ।
১২টি টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন মুস্তাফিজ গেল বছর খেলেছেন চারটি টেস্ট।
তার প্রসঙ্গে কোচ বলেন, ওকে আসলে পর পর দুই টেস্টে খেলানো খুব শক্ত ব্যাপার। ওর সেরাটা পাওয়ার জন্যই ওকে মানসিক ও শারীরিকভাবে ফিট রাখাটা আমাদের জন্য জরুরি। টেস্টে লম্বা সময় ধরে বল করে যেতে হয়। আশা করি সতেজ হয়ে দ্বিতীয় টেস্টেই ফিরে আসবে মুস্তাফিজ।
ওয়েলিংটনই কেন? – এই প্রশ্নের জবাবে একটা মোক্ষম ব্যাখ্যাও দিলেন কোচ।
তিনি বলেন, ওকে আমরা ওয়েলিংটনে খেলাতে চাই, কারণ ওয়েলিংটনে ওকে প্রচুর বাতাসের মোকাবেলা করতে হবে। বাতাসে ও আমাদের সেরা বোলার। ওয়েলিংটনে ওর অনেক দায়িত্ব। সে কারণেই এই দফায় ওকে বিশ্রাম দেওয়া হয়েছে।