পাটশিল্প আবারও লাভের মুখ দেখবে আশা প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী, পাটকে কৃষি ও রফতানিপণ্য হিসেবে প্রণোদনা দেয়ারও ঘোষণাও দিয়েছেন ।
‘সোনালি আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’। এবারে দিবসটির মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমে্মলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় পাট দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পাটকে আমরা আরও কীভাবে কাজে লাগাতে পারি সবসময় এটিই চেষ্টা করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতিমধ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ আমরা পাস করেছি। পাট এমন একটি পণ্য, যার কিছুই ফেলা যায় না, সেটি কেন লোকসান হবে। আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কীভাবে করা যায়, কীভাবে করতে হবে- সেটি দেখতে হবে।
এ সময় পাটের বহুমুখী ব্যবহার বাড়িয়ে এ শিল্পকে লাভজনক করতে উন্নত গবেষণার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।