নারী দিবসের ৩ নাটকে তিশা

বিনোদন ডেস্ক

ফাইল ছবি

নুসরাত ইমরোজ তিশা ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রচারিতব্য ৩টি নাটকে অভিনয় করেছেন।

নাটকগুলো তিনটি ভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এগুলো হলো চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রতিদিনের মতো একটি দিন’। এ নাটকে তিশা তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। প্রতিটি চরিত্রের মাধ্যমেই এখানে একটি ইতিবাচক মেসেজ দেয়ার চেষ্টা করা হয়েছে। নাটকটি ৮ মার্চ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।

universel cardiac hospital

অন্যদিকে চ্যানেল আইতে প্রচার হবে ‘আমাদের হেলেন’ শিরোনামের একটি নাটক। প্রীতি দত্তের পরিচালনায় এ নাটকে তিশা নাম ভূমিকায় অভিনয় করেছেন। এখানে গ্রাম থেকে শহরে আসা জীবনযুদ্ধে এগিয়ে এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি চ্যানেল আইতে বিকাল ৩টায় প্রচার হবে।

এনটিভিতে একই দিন রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘তনু কথা’। প্রীতি দত্তের পরিচালনায় এ নাটকেও তিশা নাম ভূমিকায় অভিনয় করেছেন। এতে একজন চাকরিজীবী স্বাবলম্বী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

নাটকগুলোয় অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, বক্তব্যধর্মী নাটকে কাজ করার মজাই আলাদা। তিনটি নাটকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। একজন নারী হিসেবে নারী দিবসের বিশেষ নাটকে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে