ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা শুরু আজ

ক্রীড়া ডেস্ক

ভলিবল খেলার একটি দৃশ্য। ফাইল ছবি

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা-২০১৯।’

পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ৭দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৪ মার্চ পর্যন্ত।

universel cardiac hospital

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজ বুধবার বিকেলে ভলিবল ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সফল সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম-সম্পাদক এ্যাড. ফজলে রাব্বি বাবুলসহ ফেডারেশনের সিনিয়র কর্মকর্তাগণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিকেএসপি অংশগ্রহণ করবে। ৭ থেকে ১১ মার্চ পর্যন্ত গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ১২ তারিখ হবে দুটি সেমিফাইনাল। ১৩ তারিখ হবে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল।

আজ সকাল ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার। দ্বিতীয় ম্যাচে সকাল সাড়ে ৯টায় লড়বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বিজিবি।

বিকেল ৩টায় দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। আর বিকেল সাড়ে ৪টায় দিনের শেষ ম্যাচে লড়বে বিকেএসপি ও ফায়ার সার্ভিস।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ট্রফি, মেডেল ও ২০ হাজার, রানার্স-আপ দল ট্রফি, মেডেল ও ১৫ হাজার ও তৃতীয় স্থান অধিকারকারী দল ট্রফি ও ১০ হাজার টাকা প্রাইজমানি পাবে।

এ ছাড়া সেরা এ্যাটাকার, সেরা সেটার, সেরা ডিফেন্ডার ও সেরা লিবারুকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হবে। তাদের প্রত্যেককে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক অ্যাড. ফজলে রাব্বি বাবুল বলেন, ওয়ালটন গ্রুপ স্বাধীনতা ও বিজয় দিবস ভলিবলে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে থাকে। এবারও যথারীতি ওয়ালটন গ্রুপ আমাদর টাইটেল স্পন্সর হয়েছে। তারা আমাদের দুঃসময়ের বন্ধু। আশা করব সব সময় তাদের আমরা পাশে পাব।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার চ্যানেল ২৪। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে