বিশ্বের সেরা ধনীর তালিকায় শীর্ষে জেফ বেজোস

অর্থনীতি ডেস্ক

ছবি : সংগৃহিত

বিশ্বের সেরা ধনীর তালিকায় নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন জেফ বেজোস। অনলাইন জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা বেজোসের এক বছরের ব্যবধানে সম্পদ বেড়েছে ১ হাজার ৯০০ কোটি ডলার।

ফোর্বস-এর হিসাবে ২০১৮ সাল শেষে জেফ বেজোসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ১০০ কোটি ডলারে। আগের বছর যার পরিমাণ ছিল ১১ হাজার ২০০ কোটি ডলার।

ফোর্বস  গত  মঙ্গলবার ২০১৯ সালের বিশ্বসেরা ধনীর যে তালিকা প্রকাশ করেছে, সেখানে বেজোসের সম্পদের এ তথ্য তুলে ধরা হয়।

ফোর্বস-এর এবারের তালিকায় ৯ হাজার ৬৫০ কোটি ডলারের সম্পদ নিয়ে বিশ্বসেরা ধনীর দ্বিতীয় অবস্থানে আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

তৃতীয় স্থানে আছেন বিনিয়োগ গুরুখ্যাত ওয়ারেন বাফেট, যাঁর সম্পদের পরিমাণ ৮ হাজার ২৫০ কোটি ডলার।

তবে গত বছর বিশ্বায়ন বিরোধী তৎপরতাসহ নানা কারণে বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বছরজুড়েই বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারে শেয়ারের দামের উত্থান–পতন ঘটেছে।

ফোর্বস বলছে, এই দশকে কেবল দ্বিতীয়বারের মতো ২০১৯ সালের তালিকায় শতকোটি ডলারের মালিকের সংখ্যা যেমন কমেছে, তেমনি তাঁদের মোট সম্পদের পরিমাণও কমেছে।

২০১৯ সালের ফোর্বস–এর তালিকায় শতকোটি ডলারের মালিকের সংখ্যা ২ হাজার ১৫৩, সংখ্যার বিচারে আগের বছরের চেয়ে তা ৫৫ জন কম।

এবারের তালিকায় থাকা ২ হাজার ১৫৩ জন অতি ধনীর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৯৯৯ কোটি ডলার, যা ২০১৮ সালের তুলনায় ৪০ হাজার কোটি ডলার কম। এ ছাড়া গত বছরের তালিকা থেকে এ বছর বাদ পড়েছেন ১১ শতাংশ বা ২৪৭ জন ধনী।

এবারের তালিকার চতুর্থ স্থানে আছেন বিলাসবহুল পণ্য এলভিএমএইচের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আর্নল্ড। তাঁর সম্পদের পরিমাণ ৭ হাজার ৬০০ কোটি ডলার।

পঞ্চম স্থানে আছেন মেক্সিকোর শীর্ষ ধনী ও লাতিন আমেরিকার বৃহত্তম মোবাইল ফোন কোম্পানি আমেরিকা মোভিলের চেয়ারম্যান কার্লোস স্লিম। তাঁর সম্পদের পরিমাণ ৬ হাজার ৪০০ কোটি ডলার।

শেয়ার করুন