৪০ বছরের পুরনো ছিল জজ কোর্টের লিফটি

ডেস্ক রিপোর্ট

ছবি : সংগৃহিত

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের লিফট ছিঁড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে ৫ জন আইনজীবী এবং বাকিরা আদালতের কর্মচারী ও বিচারপ্রার্থী। পুলিশ জানায়, প্রায় অর্ধ শতকের পুরনো এই লিফটি ছিল বেশ ঝুঁকিপূর্ণ।

আজ সকালে অন্যদিনের মতো করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের লিফটে ওঠানামা চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে হঠাৎ ছিঁড়ে পড়ে লিফটি। ভেতরে আটকা পড়া মানুষের চিৎকারে দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। লিফটি দীর্ঘদিন ধরেই ব্যবহারের অনুপযোগী বলে দাবি তাঁদের।

universel cardiac hospital

প্রত্যক্ষদর্শী একজন গণমাধম্যকে বলেন, লিফটিতে দু’জন নারী অ্যাডভোকেট, একজন কোর্টের স্টাফ, দু’জন মক্কেল এছাড়াও আরো ৪-৫ ছিলেন।

কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, লিফটি প্রায় ৪০ বছরের পুরনো। ধারণক্ষমতা ৮ জন হলেও লিফটে উঠেছিলেন ১২ জন। ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে