জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
আজ সকাল ১১ টার পর জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে নতুন এই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
এর আগে বুধবার দুপুরে সুলতান মনসুর গণমাধম্যকে তাঁর শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। দল অনুমতি না দিলেও শপথের বিষয়ে অনড় থাকবেন বলেও জানিয়েছিলেন তিনি। তাতে দল তাকে বহিষ্কার করলেও কিছু যায় আসে না বলে মন্তব্য করেন সুলতান মনসুর।
উল্লেখ্য, গত শনিবার (২ মার্চ) সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিজয়ী গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।