পাকিস্তানের মাটিতে কোনো জঙ্গিগোষ্ঠী থাকবে না : ইমরান

আন্তর্জাতিক ডেস্ক

ইমরান খানকে ভারতের নিমন্ত্রণ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি

পাকিস্তানের মাটিতে থেকে কোনো জঙ্গিগোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনা এবং বিদেশে হামলা চালাতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, বর্হিবিশ্বে হামলা চালানো কোনো সন্ত্রাসী দলকে পাকিস্তানের মাটিতে থাকতে দেওয়া হবে না। শুক্রবার (০৮ মার্চ) দক্ষিণ পাকিস্তানে আয়োজিত জনসভায় এ ঘোষণা দেন ইমরান খান। খবর হিন্দুস্তান টাইমস’র।

universel cardiac hospital

এর আগে বৃহস্পতিবার (০৭ মার্চ) থেকে পাকিস্তানে ইসলামী বিদ্রোহীদের বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে অভিযান চালিয়ে, সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনতে শুরু করে দেশটির সরকার।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের হামলার পর আন্তর্জাতিকভাবে চাপের মুখে রয়েছে পাকিস্তান। এরই জেরে দেশটিতে বিদ্রোহীদের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে