রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, শুধুমাত্র সড়ক পথে ঘনবসতিপূর্ণ বাংলাদেশের জনগণের যাতায়াত ব্যবস্থার সমস্যার সমাধান করা যাবে না। তাই অতিদ্রুত রেলবহরে ৫০০ নতুন কোচ ও ১০০ নতুন ইঞ্জিনযুক্ত করে রেলকে যুগোপযোগী করা হবে।
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত নতুন ১৫টি কোচ পরিদর্শনকালে বৃহস্পতিবার রাতে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রেলওয়ের উন্নয়ণে মাননীয় প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা ইতিমধ্যে মিটার গেজের সাড়ে ৫০০ নতুন কোচ, ১০০ নতুন ইঞ্জিন ও মালামাল পরিবহনের জন্য নতুন ওয়াগন আমদানি করার পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, যেসব জেলার সঙ্গে এখনও রেল যোগাযোগ নেই সেসব জেলার সঙ্গে রেল যোগাযোগ চালু করা হবে।
এ সময় রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।