‘বোমা আতঙ্কে’ ব্রিসবেন এয়ারপোর্ট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

আজ শনিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছুরি হামলা ও বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয়ায় এক ব্যক্তিকে গুলি করে আটক করেছে পুলিশ।

হেরাল্ড সান পত্রিকার খবরে বলা হয়, ওই ব্যক্তি তার বের হয়ে থাকা একটি ধাতব বাক্স নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করার পর দাবী করে তার কাছে বোমা রয়েছে।

universel cardiac hospital

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ ও কুইন্সল্যান্ডের পুলিশ দ্রুত বিমানবন্দর টার্মিনালে ঢুকে জরুরী অবস্থা ঘোষণা করে এবং ট্রেন সার্ভিস বন্ধ করে দেয়। ওই এলাকায় পথচারী ও গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

সেখানে পাবলিক সরকারি বিভিন্ন সংস্থার লোকজন এবং বম্ব স্কোয়াডের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। গুলি চালানো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কুইন্সল্যান্ডের পুলিশ জানিয়েছে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, বর্তমানে আন্তর্জাতিক টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ফুড কোর্টের কাছে একজন ‘বৃদ্ধ লোক’ ব্যাগ থেকে ছুরি বের করে তার প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাত করার চেষ্টা করেন। দৃশ্যত এটি ছিল তাদের ‘পারিবারিক ঝগড়া’।

কর্তৃপক্ষ এয়ারপোর্টে তল্লাশি চালানোর সময় লোকজন বোঝাই বিমান অচল হয়ে দাঁড়িয়ে থাকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে