ইথিওপিয়ান এয়ারলাইনসের যাত্রীবাহী একটি
উড়োজাহাজ আজ
রোববার
বিধ্বস্ত হয়েছে।
বোয়িং
৭৩৭
উড়োজাহাজটিতে ১৪৯
জন
যাত্রী
ও
আটজন
ক্রু
ছিল।
উড়োজাহাজটি রাজধানী আদ্দিস
আবাবা
থেকে
কেনিয়ার রাজধানী নাইরোবি যাচ্ছিল।
এয়ারলাইনসের এক
মুখপাত্র বলেন,
আদ্দিস
আবাবা
থেকে
ওড়ার
একটু
পরেই
স্থানীয় সময়
সকাল
পৌনে
নয়টার
দিকে
দুর্ঘটনাটি ঘটে।
এ
দুর্ঘটনার পর
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি
আহমেদ
টুইটারে গভীর
শোক
প্রকাশ
করেছে।
টুইটারে তিনি
লিখেছেন, ‘যেসব
পরিবার
তাদের
প্রিয়
মানুষদের হারিয়েছে তাদের
প্রতি
গভীর
সমবেদনা জানাই।’
এয়ারলাইনস সংস্থাটি এক বিবৃতিতে জানায়, বিশোফতো শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। সেখানে এয়ারলাইনসের কর্মীদের পাঠানো হবে। জরুরি সেবাদানকারীদের যতটা সম্ভব সহায়তা করবেন।
এই এয়ারলাইনসটি আফ্রিকার অনেক দেশে ফ্লাইট পরিচালনা করে। নিরাপদে চলাচলের জন্য তাদের বেশ সুনাম রয়েছে। যদিও ২০১০ সালে বৈরুত ছেড়ে আসার সময় এই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। এতে ৯০ জন মারা গিয়েছিল।