‘পণ্যের দাম বেশি দেখিয়ে বেশি মুদ্রাপাচার হয়’

ডেস্ক রিপোর্ট

দুদক
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ আমদানি পণ্যের দাম বেশি দেখিয়ে অর্থাৎ ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি মুদ্রাপাচার হয় বলে জানিয়েছেন। আর এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের কাছে তথ্য চাওয়া হয়েছে।

আজ সোমবার সকালে দুদকের কৌশলপত্র নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে অর্থপাচার নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

universel cardiac hospital

পণ্য আমদানির ক্ষেত্রে ওভার ইনভয়েস হচ্ছে, যে দামে পণ্য কেনা হওয়ার কথা তার চেয়ে বেশি দাম দেখানো। আর বাড়তি অর্থ বিদেশে পাচার হয়। আবার যে পণ্য আমদানি হওয়ার কথা, তার বদলে কম দামি পণ্য আনা অথবা খালি কন্টেইনার আনার ঘটনাও দেশে ধরা পড়েছে কখনও কখনও।

গেল বছরের ২৮ মার্চ দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছিলেন, আইনি সীমাবদ্ধতার কারণে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মুদ্রাপাচারের বিরুদ্ধে লড়াইয়ে ‘দুর্বল’ হয়ে পড়েছে।

দুদক চেয়ারম্যান বলেন, এনবিআরের কাছে জানুয়ারি মাসের ওভার ইনভয়েসিংয়ের তথ্য চাওয়া হয়েছে। তারা (এনবিআর) শুধু ওভার ইনভয়েসিং পেলে জরিমানা করে, আইনগত ব্যবস্থা নেয় না।

এর আগে গণমাধ্যম প্রতিনিধিরা দুর্নীতি দমন ও প্রতিরোধে দুদকের ঘাটতি তুলে ধরেন।

তিনি বলেন, ছোট দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বড় দুর্নীতিবাজরা দুদকের ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে