৮ মাসে ৩৯.১৩ শতাংশ এডিপি বাস্তবায়ন

ডেস্ক রিপোর্ট

এডিপি
ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, গত আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩৯ দশমিক ১৩ শতাংশ। তিনি জানান, গত বছর একই সময়ে এডিপি বাস্তবায়ন হয় ৩৮.০১ শতাংশ।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

universel cardiac hospital

তিনি জানান, গত আট মাসে ব্যয় হয়েছে ৭০ হাজার ৭৭২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৪২ হাজার ৯৮৯ কোটি টাকা, প্রকল্প সাহায্য ২৪ হাজার ২২৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৫৬৮ কোটি টাকা।

অন্যদিকে, গত অর্থবছরে একই সময়ে ব্যয় হয়েছিল ৬২ হাজার ৩৭২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩৩ হাজার ৬৫৪ কোটি টাকা, প্রকল্প সাহায্য ২৫ হাজার ৩৪১ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৩৭৭ কোটি টাকা।

মন্ত্রী আরো জানান, সবচেয়ে বেশি এডিপি বাস্তবায়ন হয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে ৭১ শতাংশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ৬৭ শতাংশ ও বিদ্যুৎ বিভাগে ৫৭ শতাংশ। সবচেয়ে কম বাস্তবায়ন হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৪ দশমিক ৩ শতাংশ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ৭ দশমিক ৫৬ শতাংশ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে