রবার্ট ডিকসন বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।
দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবার্ট চ্যাটার্টন ডিকসন এলিসন ব্লেকের স্থলাভিষিক্ত হলেন।
এলিসন ব্লেক বাংলাদেশে তার দায়িত্ব সম্পন্ন করে অপর একটি কূটনৈতিক কার্যক্রমে স্থানান্তরিত হয়েছেন। চলতি মাস থেকেই রবার্ট চ্যাটার্টন ডিকসন যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
১৯৯০ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগ দেওয়া ডিকসন এই প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পেলেন। এই অঞ্চলে এর আগে আফগানিস্তানে যুক্তরাজ্যের উপ মিশন প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।