বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন ভারত ও পাকিস্তানের অধিনায়ক

খেলা ডেস্ক

ছবি : সংগৃহিত
ছবি : সংগৃহিত

ক্রাইস্টচার্চে মসজিদ আল নুরে সন্ত্রাসী হামলায় প্রায় ৫০ জন নিহত হওয়ার ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মাত্র ৫ মিনিটের ব্যবধান এবং বিলম্ব করায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা ওই সময় মসজিদে তখন উপস্থিত ছিলেন না। যে কারণে ক্রিকেটাররা বেঁচে যান।

ক্রাইস্টচার্চে নারকীয় ধ্বংসযজ্ঞে হতবাক পুরো বিশ্ব। যেখান থেকে বাদ যায়নি বিশ্বের ক্রিকেট তারকারাও। ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেটারদের পাশে এসে দাঁড়িয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতারও।

টুইটারে বিরাট কোহলি লিখেন, ‘শকিং অ্যান্ড ট্রাজিক। ক্রাইস্টচার্চের এই নৃশংস ঘটনায় যারা হতাহত হয়েছে, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সমবেদনা। আমার চিন্তা-চেতনাজুড়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ভালো থাকুন।’

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদও টুইটারে এসে সমবেদনা জানিয়েছেন নিহতদের প্রতি এবং বাংলাদেশ দল যেন নিরাপদে থাকে সে কামনা জানিয়েছেন। তিনি লিখেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার খবর শুনে গভীরভাবে দুঃখ পেলাম। আমার দোয়া এবং প্রার্থনা সবই এই হামলায় নিহতদের এবং তাদের পরিবারের প্রতি। মানবতা এখানে হারিয়ে গেছে। এখন এটা এক দুঃখ বেদনার জায়গা। আল্লাহকে ধন্যবাদ যে, বাংলাদেশ ক্রিকেট দলকে রক্ষা করেছেন।’

শোয়েব আখতার লিখেছেন, ‘ক্রাইস্টচার্চ মসজিদের মধ্যে হামলার ঘটনা দেখে আমি হতভম্ভ। বর্তমান সময়ে এসে আমরা প্রার্থনার জায়গাগুলোতেও নিরাপদ নই?’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে