মালয়েশিয়ায় আড়াই মাসে ৩ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ায় আটক অভিবাসী
ফাইল ছবি

মালয়েশিয়ায় গত আড়াই মাসে তিন হাজার দুজন বাংলাদেশি অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে।

আজ শনিবার উপ স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক আজিস জাম্মান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

universel cardiac hospital

আজ শনিবারও সেলাঙ্গর জেলার পাসার বরং এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে বাংলাদেশিসহ ১১২ জন বিদেশি শ্রমিককে আটক করে ইমিগ্রেশন বিভাগ।

উপ স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক আজিস ও ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দিজাইমির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সেলাঙ্গরের পাইকারি বাজারের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে অভিযোগ পাওয়ার পর এ অভিযান পরিচালনা করা হয়।

সংবাদ সম্মেলনে আজিস বলেছেন, পার্সপোর্ট ও সংশ্লিষ্ট কাগজপত্র না থাকায় ৬৬ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে। আরো তদন্তের জন্য ইউএনসিএইচআরের কার্ডধারী ৪৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এরা কোন দেশের নাগরিক তা জানাননি আজিস।

গত ১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ১২ হাজার ৪৯২ জন অবৈধ শ্রমিক ও ২৭০ জন  নিয়োগকর্তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আজিস বলেন, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার চার হাজার ৩৫১ জন, বাংলাদেশের তিন হাজার দুজন, মিয়ানমারের এক হাজার ১৯১ জন, ফিলিপাইনের এক হাজার ১৩৮ জন অবৈধ শ্রমিক রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে