ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

জানা যায়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় এই বন্যা দেখা দিয়েছে। শনিবার থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আঞ্চলিক প্রধান বিমানবন্দরের বিমান, বাড়িঘর এবং দুটি সেতু। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর দিয়েছে রয়টার্স।

জাকার্তার দুর্যোগ মোকাবেলা দপ্তরের মুখপাত্র সুতোপো পুরও নুগ্রোহো এক বিবৃতিতে জানান, জয়াপুরার নিকটবর্তী সেন্টানি এলাকায় শনিবার থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। যুদ্ধের সময় যেভাবে উদ্ধারকাজ চালানো হয় সেভাবে উদ্ধার কাজ চলছে।

পানির কমে যাওয়ায় পানিতে ভেসে আসা কাদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিস উদ্ধারে অসুবিধা হচ্ছে। বিভিন্ন সরকারি ভাবনে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা।

রেড ক্রস ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নিয়ে কর্তৃপক্ষ বাস্তুচ্যুতদের সাহায্য করার চেষ্টা করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

উদ্ধার কাজ অব্যাহত রয়েছে উল্লেখ করে সুতোপো জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে