বাংলাদেশ ভারি আগ্নেয়াস্ত্র বিক্রিতে জাতিসংঘের নিষেধাজ্ঞার নীতিমালা চাইবে

বিশেষ প্রতিনিধি

জাতিসংঘ-বাংলাদেশ
জাতিসংঘ-বাংলাদেশ

বাংলাদেশ সারা বিশ্বে বেসরকারি খাতে মেশিনগানের মতো ভারি আগ্নেয়াস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা জারির জন্য জাতিসংঘের নীতিমালা চাইবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহিদুল হক।

এ ছাড়া নিউজিল্যান্ডে বাংলাদেশি নাগরিকদের অবস্থান ও ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকার।

ভারি অস্ত্রের বিষয়ে ড. একে আবদুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রেও স্কুলে, শপিংমলে ও ক্লাবসহ বিভিন্ন জায়গায় অটোমেটিক গান দিয়ে মানুষ হত্যা করা হয়। তাই এ ধরনের ভারি অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা একটি বিশেষ উদ্যোগ নেয়ার চিন্তাভাবনা করেছি।

এ ব্যাপারে জাতিসংঘের মাধ্যমে একটি রেজুলেশন নেয়ার চেষ্টা করব। যাতে বিশ্বব্যাপী ভারি অস্ত্র বিক্রির ব্যাপারে সবাই সতর্ক হয়।

ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হল।

একে আবদুল মোমেন বলেন, ক্রাইস্টচার্চে বর্তমানে ১৫০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ মেইনটেন করছি।

মন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের মতো শান্তিপ্রিয় একটি দেশে এ ধরনের হামলা সবার জন্য দুঃখজনক। আমরা শুধু এর প্রতিবাদই করিনি, দেশটির সরকারকে এ ব্যাপারে সতর্ক হওয়ার জন্য বলেছি।

তিনি বলেন, আমরা মনে করি, কঠিন ধরনের মারণাস্ত্রগুলো বেসরকারি কারও হাতে দেয়ার আগে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। সামরিক বাহিনী ছাড়া অন্য কাউকে এটি দেয়া উচিত নয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে