জাহালমকে নিয়ে সিনেমা: নিষেধাজ্ঞা আরোপে হাইকোর্টে দুদক

ডেস্ক রিপোর্ট

জাহালম
জাহালম। ফাইল ছবি

জাহালমকে নিয়ে ছবি নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার বেলা ১১টায় আদালতের অনুমতি নিয়ে এ আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

universel cardiac hospital

তিনি জানান, আগামীকাল বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে এটি আবেদন আকারে আসবে।

এর আগে সোমবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘জাহালমের মামলা হাইকোর্টে বিচারাধীন। এ অবস্থায় তার জীবনকাহিনী নিয়ে সিনেমা তৈরি করলে মামলাটির বিচারকাজে ও তদন্তে প্রভাব পড়তে পারে। এ কারণে আমরা দুদকের পক্ষ থেকে সিনেমা তৈরির উদ্যোগের ওপর নিষেধাজ্ঞা চাইব।’

উল্লেখ্য, তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে মুক্তি পেয়েছেন দুদকের করা ২৬ মামলার আসামি নিরীহ পাটকল শ্রমিক জাহালম।

সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় তাকে আসামি করা হয়। অথচ আসল আসামি হলেন আবু সালেক নামের একজন।

তার চেহারার সঙ্গে মিল থাকায় জেল খাটতে হয়েছে জাহালমকে। ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের মামলায় গ্রেফতার হন জাহালম।

পরে আদালতের নির্দেশে ৩ ফেব্রুয়ারি মুক্তি পান টাঙ্গাইলের জাহালম। তার জীবনী নিয়ে ছবি নির্মাণ করতে চান মারিয়া তুষার।

জানা গেছে, তাকে নিয়ে সিনেমা নির্মাণের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করা হয়েছে। ছবিটির নাম রাখা হয়েছে ‘জাহালম’।

‘জাহালম’ ছবিটি পরিচালনা করবেন মারিয়া তুষার। আর ছবিতে জাহালমের চরিত্রে অভিনয় করবেন রিয়াজুল রিজু, যিনি ‘বাপজানের বায়োস্কোপ’ নামের একটি সিনেমা বানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

জাহালমের জীবনী নিয়ে ছবি নির্মাণের ভাবনা প্রসঙ্গে মারিয়া তুষার বলেন, ‘টেলিভিশনে প্রথম জাহালমের খবরটি জানতে পারি। জাহালমের দুঃখের জীবনের সংবাদটা ছিল সাড়া জাগানো। তার সাক্ষাৎকার দেখার পর মনে হলো- এটি নিয়ে কাজ করা উচিত। আমার কাছে ব্যাপারটি স্পর্শকাতরও মনে হয়েছে।’

জাহালমের জীবনী নিয়ে ছবি বানাতে এ মাসেই তার সঙ্গে দেখা করবেন বলেও জানান মারিয়া তুষার। তিনি জানালেন, এ ধরনের চাঞ্চল্যকর ঘটনা নিয়ে সিনেমা বানানোটা খুবই চ্যালেঞ্জিং। তার পরও সাধ্যমতো চেষ্টা করব।’

তবে নিজের নামে চলচ্চিত্র নির্মাণের কথা জানতেন না জাহালম। গণমাধ্যমের কাছ থেকেই তিনি জানতে পারেন।

ছবিটি নিয়ে জাহালম বলেন, ব্যাপারটি ভালোই লাগছে। মিথ্যা মামলায় আমি অনেক কষ্ট করছি। আমার জীবনের সেই কষ্টের কথা সিনেমায়ও দেখা যাবে, এটিতে আমি অনেক বেশি আনন্দিত। তিনি চান, তার মতো কেউ যেন বিনা দোষে এমন শাস্তি না পান। আর এ বিষয়টি যেন ছবিতে থাকে তার দাবি।

আর এ ছবিটি প্রযোজনা করছে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান মারিয়া তুষার ফিল্মস।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে