ট্রাম ট্র্যাজেডি : নিহত ৩, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম ট্র্যাজেডি
ট্রাম ট্র্যাজেডি

নেদারল্যান্ডসের উথরেক শহরে সোমবার একটি ট্রামে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে অক্টোবরপ্লাইনে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

universel cardiac hospital

মেয়র জান ভন জানিন জানান, কর্তৃপক্ষ শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। প্রধানমন্ত্রী মার্ক রুট সন্দেহভাজন হামলাকারীকে ধরতে সব প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন।

এদিকে, ট্রামে হামলাকারীকে চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট বলেছে, ট্রামে হামলাকারী তুর্কি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সী গোকমেন তানিস।

ডাচ পুলিশ হামলাকারীর একটি ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেয়ারও আহ্বান জানিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও কাতারের আলজাজিরার খবরে বলা হয়, কর্তৃপক্ষ শহরটির পশ্চিম দিকে ঘিরে রেখেছে। ঘটনাস্থলে জরুরি সেবা দেয়ার জন্য বিভিন্ন সংস্থা উপস্থিত আছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বন্দুকধারী এখনও পলাতক রয়েছেন। পুলিশ লোকজনকে ওই এলাকা থেকে দূরে এবং স্কুলগুলোর দরজা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এটা সন্ত্রাসী হামলা কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।

ডাচ অ্যান্টি-টেরোরিজম কর্মকর্তা জানিয়েছে, উথরেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন।

ঘটনার পরপরই সেখানে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়। আহতদের জন্য উথরেক মেডিকেল সেন্টারকে জরুরি বিভাগ প্রস্তুত রাখতে বলা হয়েছে।

ডাচ সংবাদমাধ্যম এনইউ ডট এনএলকে একজন প্রত্যক্ষদর্শী জানান, একটা লোক হঠাৎ বন্যভাবে গুলি ছুড়তে শুরু করে।

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, আহত এক নারীকে তিনি রক্তাক্ত অবস্থায় পান এবং গাড়িতে নিয়ে তাকে সাহায্য করেন। পরে তাকে অচেতন অবস্থায় পুলিশের কাছে দেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে