চাটমোহর পলিটেকনিক শিক্ষার্থীর ‘অন্ধকার পরিমাপক যন্ত্র’ আবিষ্কার

ডেস্ক রিপোর্ট

অন্ধকার পরিমাপক যন্ত্রের আবিষ্কারক ফরিদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন
অন্ধকার পরিমাপক যন্ত্রের আবিষ্কারক ফরিদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন

অন্ধকার পরিমাপক যন্ত্রের আবিষ্কারক ফরিদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন

পাবনার চাটমোহরে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মেলায় চাটমোহর পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী ফরিদুল ইসলাম ‘অন্ধকার পরিমাপক যন্ত্র’ উপস্থাপন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দুদিনব্যাপী মেলায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন।

এ সময় চাটমোহর পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ষষ্ঠ পর্বের ছাত্র ফরিদুল ইসলামের ‘অন্ধকার পরিমাপক যন্ত্র’ আবিষ্কার করা দেখে প্রধান অতিথি তাকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন।

এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৭টি স্টল এতে অংশ নিয়ে তাদের আবিষ্কৃত বস্তু তুলে ধরেন। পরে অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে