কলম্বো উৎসবে বাংলাদেশের ৬ ছবি

বিনোদন ডেস্ক

‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেন পরীমনি ও ইয়াশ
‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেন পরীমনি ও ইয়াশ

শ্রীলংকার কলম্বোতে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৯’। বাংলাদেশ হাইকমিশনারের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এ উৎসব।

এবারের আয়োজনে মোট ৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলো হচ্ছে, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ [পরীমনি ও ইয়াশ রোহান], কামরুল হাসান লেলিনের ‘ঘ্রাণ’ [তৌকীর আহমেদ, সাবেরী আলম, ফজলুর রহমান বাবু], বিজন আহমেদের ‘মাটির প্রজার দেশে’ [রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, চিন্ময়ী গুপ্ত], অনম বিশ্বাসের ‘দেবী’ [জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, ইরেশ যাকের], তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘সীমান্তরেখা’ এবং নূর ইমরানের ‘কমলা রকেট’ [তৌকীর আহমেদ, মোশাররফ করিম, জয়রাজ, সামিয়া]। 

universel cardiac hospital

আয়োজক সূত্রে জানা যায়, উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্রগুলো কলম্বোর ন্যাশনাল ফিল্ম করপোরশন হলে প্রদর্শিত হবে। উৎসব শেষ হবে ৩১ মার্চ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে