বন্য হাতির আক্রমণে রোহিঙ্গা যুবকের মৃত্যু

সারাদেশ ডেস্ক

ন্য হাতির আক্রমণে রোহিঙ্গা যুবকের মৃত্যু। ছবি : সংগৃহিত
বন্য হাতির আক্রমণে রোহিঙ্গা যুবকের মৃত্যু। ছবি : সংগৃহিত

কক্সবাজারের টেকনাফে বন্য হাতির আক্রমণে মোহাম্মদ করিম উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের সেলিম উল্লাহ ছেলে। 

গতকাল বুধবার বিকালে সাড়ে ৫টার দিকে হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে লাকড়ি নিয়ে ফেরার পথে বন্যহাতির আক্রমণে করিম উল্লাহ নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার বিকালে কয়েকজন রোহিঙ্গারা মিলে পাহাড়ে লাকড়ি আনতে যায়। তারা লাকড়ি নিয়ে ফেরার পথে হঠাৎ করে একটি বন্যহাতি সামনে পড়ে গেলে অন্যরা পালিয়ে যেতে পারলেও মোহাম্মদ করিম উল্লাহ সামনে পড়ে যায়। এসময় তাকে ছুঁড়ে দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা রোহিঙ্গারা বিয়ষটি জানার পর দল বেধে গিয়ে লাশটি উদ্ধার করেন।


টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, পাহাড়ে লাকড়ি আনতে গিয়ে হাতির আক্রমনে এক রোহিঙ্গা যুবকের মৃত্যুর হয়েছে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে