আজ শুরু হচ্ছে ডাকসুর নবনির্বাচিত কমিটির কার্যক্রম

ক্যাম্পাস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

দীর্ঘ ২৮ বছর পর আজ শুরু হচ্ছে ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত কমিটির কার্যক্রম। দায়িত্ব নেয়ার পর শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় ডাকসুর কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার (২২ মার্চ) বিকেলে মধুর ক্যান্টিনে ব্রিফিংয়ে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নেয়ার কথা জানান সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর। আর ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন জানান, সবাইকে সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করবে ছাত্রলীগ।

ডাকসু’র ভিপি নুরুল হক নূর বলেন, অভিষেক অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবো। শিক্ষার্থীদের পুনর্নির্বাচনসহ বিশ্ববিদ্যালয়ে যে অন্যান্য সমস্যা রয়েছে তা সমাধান করবো। 

ডাকসু’র এজিএস সাদ্দাম হোসেন বলেন, যারা ন্যায্য কথা বলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্নকে প্রতিধ্বনিত করতে চাইবে সে যদি একজনও হয় তার দাবি আমরা বাস্তবায়ন করবো। 

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে