রাতে ব্যালটবাক্স ভর্তি: কটিয়াদীর ৫ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ডেস্ক রিপোর্ট

উপজেলা নির্বাচন
ফাইল ছবি

তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদীতে ভয়ভীতি দেখিয়ে রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখার অভিযোগে পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ সকালে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতেই কতিপয় দুষ্কৃতিকারী ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরে রাখার অভিযোগে পাঁচটি কেন্দ্র ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

universel cardiac hospital

কেন্দ্রগুলো হচ্ছে- চান্দপুর বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দপুর হাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়, চাতল বাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভূনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র।

কটিয়াদী উপজেলায় ৮৯ ভোটকেন্দ্র রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে