রওশন এরশাদ বিরোধী দলীয় উপনেতা

ডেস্ক রিপোর্ট

রওশন এরশাদ
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় রওশন এরশাদকে বিরোধী দলীয় উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছে।

স্পিকারের আদেশক্রমে রোববার এ প্রজ্ঞাপন জারি করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর  আহমেদ খান। গতকাল এ প্রজ্ঞাপন জারি করা হলেও সংসদ সচিবালয় তা প্রকাশ করে আজ সোমবার।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের বিরোধী দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ২৩ মার্চের পত্রের প্রেক্ষিতে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের পরিবর্তে রওশন এরশাদকে ‘বিরোধী দলীয় নেতা উপ-নেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯’ মোতাবেক জাতীয় সংসদের বিরোধীয় দলীয় উপ-নেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।

শনিবার গণমাধ্যমে পাঠানো এইচএম এরশাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে জিএম কাদেরকে অপসারণ করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে রওশন এরশাদকে। পার্টির গণতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে শুক্রবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দিয়ে রওশন এরশাদকে কো-চেয়ারম্যান করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে