রাশিয়া বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন পর্তুগিজ যুবরাজ রোনালদো। প্রথম ম্যাচে খুব একটা আলো ছড়াতে পারেননি তিনি। ইউক্রেনের সঙ্গে সমতা করে পর্তুগাল। দ্বিতীয় ম্যাচেও সার্বিয়ার বিপক্ষে ১-১ গোলে সমতা করেছে রোনালদোরা। তার চেয়ে চিন্তার হলো ইনজুরিতে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচের ২৮ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন রোনালদো। এর আগে সর্বশেষ ২০১৫/১৬ মৌসুমে এই ইনজুরিতে পড়েন তিনি। এই চোট তাই কিছুটা অস্বস্তির রোনালদোর জন্য। তার ওপরে সামনে আবার আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগের ম্যাচ।
রোনালদো কতদিন মাঠের বাইরে থাকবেন তা এখনও জানা যায়নি। তবে রোনালদোর কথা আশা দেখাতে পারেন তার ভক্তদের। রোনালদো শেষ আটে আমস্টারডামে খেলবেন এই আশা করতে পারে জুভেন্টাসও, ‘আমি চিন্তিত নই, নিজের দেহটা আমি ভালো মতো চিনি। ফুটবলে এটা ঘটেই। এটাই ফুটবল। আমি ভালো আছি কারণ আমাকে এক-দুই সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে হবে।’
পর্তুগালের হয়ে দুই ম্যাচ খেলে ভালো করতে পারেননি রোনালদো। সিআরসেভেন বলেন তার কিছু সময় লাগবে, ‘আমি ক্লাব বদলেছি। পরিবার-সন্তানদের জন্যও এটা জায়গা বদল। আট মাস পরে পর্তুগাল দলে ফিরলাম। আমি জাতীয় দলের হয়ে আরও ম্যাচ খেলতে চাই। তবে মানিয়ে নিতে সময় লাগবে একটু।’