২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এ দিনটিকে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া অর্থাৎ ওয়াশিংটন ডিসি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এ ঘোষণা দেয়া হয়। ডিসি মেয়র ম্যুরিয়েল বাউজার স্বাক্ষরিত এক ফরমানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়।
ঘোষণাপত্রে শহরের স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা ও সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রাখায় বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।
ঘোষণাপত্রে মেয়র লিখেছেন, এই দিনে বাংলাদেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা স্মরণ করেন যারা তাদের দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে আজকের এই দিনে বাংলাদেশের সকল জনগণকে অভিনন্দন জানাই এবং ২৬ মার্চ, ২০১৯ কে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা করছি।