চেক রিপাবলিকের বিপক্ষে পিছিয়েও ব্রাজিলের জয়

ক্রীড়া ডেস্ক

প্রথমার্ধে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে খেলায় ফিরেছে ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের গোলের মূল কারিগর নেইমার ছিলেন না। তবে তাঁর অভাব বোধ করতে দেননি ফিরমিনো-জেসুসরা। প্রাগে শেষ পর্যন্ত ৩-১ গোল গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

ম্যাচের ৩৭তম মিনিটে ব্রাজিলের জালে বল জড়ান ডেভিড পাভেলকা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে অতিথিরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই চেক রিপাবলিকের রক্ষণের ভুলে সমতায় ফেরে ব্রাজিল। রবার্তো ফিরমিনোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। বল দখলে এগিয়ে থেকে ম্যাচের শেষ দিকে এসে ব্যবধান বাড়ান জেসুস। ৮৩তম মিনিটে জেসুসের গোলে ২-১ গোলে এগিয়ে যায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে স্বাগতিকদের বুকে শেষবারের মতো ছুরি চালান জেসুস। আলানের বাড়ানো বল দুইবারের চেষ্টায় জালে জড়ান জেসুস। 
কুতিনহোর বদলি হিসেবে নামা জেসুসের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নেয় ব্রাজিল।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে