কলমাকান্দায় মিড ডে মিল চালুর লক্ষ্যে টিফিন বক্স বিতরণ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

ছবি : মত ও পথ

নেত্রকোনার কলমাকান্দায় আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় (২৮ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল চালুর লক্ষে টিফিন বক্স বিতরণ করনে প্রধান অতিথি জেলা প্রশাসক মঈনউল ইসলাম। 

এ উপলক্ষে কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের  সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ ও  উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, ওসি মো.মাজহারুল করিম ও প্রেসক্লাব সেক্রেটারি  ফখরুল আলম খসরু  ।

universel cardiac hospital

সহকারী শিক্ষক  মুহাম্মদ কামরুল হাসান ও ঝুমা তালুকদারের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক প্রবীর কুমার সরকার, অত্র বিদ্যালয়ের পরিচালনার কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও অবিভাবক সালমান কবীর মাসুদ  ।

অনুষ্ঠানে শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেণী’র ৬০৭জন শিক্ষার্থীর মাঝে ৬০৭টি টিফিন বক্স বিতরণ করা হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রতিনিধিকে  জানান শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল চালুর লক্ষে ইতিমধ্যে উপজেলার প্রায় ৯টির মত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। জুন মাসের মধ্যে আরো ৬ টি বিদ্যালয়েই পর্যায়ক্রমের টিফিন বক্স বিতরণ করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে