আরো ৪৫০০ বসতি নির্মাণের ঘোষণা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ‘দখলকৃত ভূমি’ এবং সকল ইহুদি বসতি অবৈধ হওয়ার পরও দখলকৃত পশ্চিম তীরে আরো সাড়ে ৪ হাজার ইহুদি বসতি নির্মাণের অনুমতি দিতে যাচ্ছে ইসরাইল সরকার। আগামী সপ্তাহে এ ব্যাপারে অনুমোদন দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইসরাইলি ব্রডকাস্টিং অথরিটি (আইবিএ)।

তুর্কি গণমাধ্যম ইয়েনিসাফাক বলছে, শুক্রবার ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তবে নেসেট (ইসরাইলি পার্লামেন্ট) নির্বাচনের কারণে নতুন বসতি স্থাপনে অনুমোদনের বিষয়টি দেরিও হতে পারে। আগামী ৯ এপ্রিল নেসেট নির্বাচনের কথা রয়েছে। তাছাড়া অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যেও একটি বিতর্ক রয়েছে।

universel cardiac hospital

প্রসঙ্গত, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে শতাধিক ইহুদি বসতিতে প্রায় সাড়ে ৬ লাখ ইহুদি বসবাস করে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে