খাশোগির খুনীদের প্রশিক্ষণ দিয়েছিল যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক

খাশোগি হত্যায় সৌদি আরব দায়ী : জাতিসংঘ
ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হওয়া সৌদি সাংবাদিক জামাল খাশোগি ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি

সৌদি সাংবাদিক জামাল খাশোগির কিলিং মিশনে থাকা হত্যাকারীদের কয়েকজন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছিল। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ডেভিড ইগনাটিয়াস বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের একাধিক কর্মকর্তা তাকে বলেছেন, তু্রস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যার আগে কিলিং মিশনে অংশ নেয়াদের অনেকে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে বিশেষ প্রশিক্ষণ নেয়।

universel cardiac hospital

পোস্ট জানায়, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঐ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কিলিং মিশনে নেতৃত্ব দেয় সৌদি গোয়েন্দা সংস্থার কর্নেল মেহের মাতরেব। সৌদি আরবের ধনী পরিবার থেকে উঠে আসা এই কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি লন্ডনে একসঙ্গে কাজ করার সময় খাশোগির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন।

গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। এ হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে