নওগাঁয় আবারও নীলগাই উদ্ধার হয়েছে। পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের কালুপাড়া সীমান্ত এলাকা থেকে সোমবার সকালে এলাকাবাসী নীলগাইটি উদ্ধার করে।
নির্মইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সকালে গ্রামের সীমান্ত এলাকায় নীলগাইটি ঘুরতে দেখে সেটিকে আটক করে এলাকাবাসী। আপাতত নীলগাইটি আমার হেফাজতে ইউনিয়ন পরিষদে রয়েছে।
জেলা বন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, একটি নীলগাইটি উদ্ধার হওয়ার খবর পেয়ে কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।
১৪ বিজিবির সিও লে. কর্নেল জাহিদ হাসান জানান, নীলগাইটি স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে রাখতে বলা হয়েছে। এটি বিজিবি হেফাজতে নেওয়ার পরে কাস্টমস অথবা বন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করে এলাকাবাসী। পরে বন বিভাগের মাধ্যমে নীলগাইটি রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়।