ভবনে একাধিক সিঁড়ি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

শেখ হাসিনা।

বহুতল ভবন নির্মাণে নকশা অনুমোদনের আগে কর্তৃপক্ষের পরিদর্শন বাধ্যতামূলক করে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এতে প্রতিটি ভবনে একাধিক বের হওয়ার পথ বা সিঁড়ি রাখতে বলা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ অনুশাসন দেন।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য জানান। তিনি জানান, বনানীর এফআর টাওয়ারে আগুনে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি ভবনের জন্য ফায়ার সার্ভিসের দেওয়া ছাড়পত্র প্রতিবছর নবায়ন করতে হবে। এ ছাড়া ফায়ার সার্ভিসে লেডারের সংখ্যা বাড়ানো ও বাহিনীর নিয়মিত মহড়া করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

শফিউল আলম আরও জানান, ভরাট জলাশয় উদ্ধার করতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯ এর খসড়া ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৯ এরও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে