আবারও আসছেন গ্রিনিজ

ক্রিড়া ডেস্ক

গ্রিনিজকে স্মারক জার্সি উপহার দিয়েছিলেন মাশরাফি
গ্রিনিজকে স্মারক জার্সি উপহার দিয়েছিলেন মাশরাফি

আবারও বাংলাদেশে আসছেন গর্ডন গ্রিনিজ। এবার অবশ্য ক্রিকেটীয় কার্যক্রমে নয়, আসছেন বঙ্গবন্ধু গোল্ডকাপ ওপেন টুর্নামেন্ট উপলক্ষে, গর্ডন গ্রিনিজ বাংলাদেশে এসেছিলেন গত বছরের মে মাসে। আবারও ঢাকায় আসছেন বাংলাদেশের ১৯৯৭ আইসিসি ট্রফিজয়ী কোচ। এবার আসছেন ক্রিকেটীয় কোনো কার্যক্রমে নয়, বঙ্গবন্ধু গোল্ডকাপ ওপেন টুর্নামেন্ট উপলক্ষে।

দুদিন আগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ওপেনের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। আয়োজকেরা নিশ্চিত করেছেন, টুর্নামেন্টে উদ্বোধন করতে আগামী ৪ তারিখ বেলা ১১টায় ঢাকায় আসবেন গ্রিনিজ। ৩-৬ এপ্রিল কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। দেশের মাটিতে এটি পঞ্চম এশিয়ান ট্যুর।

universel cardiac hospital

গতবার গ্রিনিজ বাংলাদেশে এসে রাজকীয় অভ্যর্থনাই পেয়েছিলেন। গত ১৪মে হোটেল সোনারগাঁয়ে বিসিবি আয়োজিত সে অভ্যর্থনা অনুষ্ঠানে গ্রিনিজের সঙ্গে ছিলেন ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ী পুরো দলটাই। ছিলেন সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার ও দেশের স্বনামধন্য ক্রিকেট সংগঠকেরা। গ্রিনিজ এসেছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দেখা করেছিলেন, মূল্যবান কিছু পরামর্শ দিয়েছিলেন মাশরাফি-মুশফিক-তামিমদের।

গত বছর গ্রিনিজকে বাংলাদেশে আনার পেছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, বিসিবি পরিচালক এনায়েত হোসেন জানালেন, এবার ক্রিকেটীয় কোনো কার্যক্রমে গ্রিনিজ আসছেন না। তবে ক্যারিবীয় কোচ তাঁর পুরোনো বন্ধুদের জানিয়ে রেখেছেন আসার খবরটা। গ্রিনিজ যখন আসছেন, ঘটা করে কিছু যদি নাও হয়, একটা পুনর্মিলনী তো হবেই তাঁদের।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে