বাংলাদেশি প্রফেসর জিতলেন যুক্তরাজ্যের নিউরোসার্জারি অ্যাওয়ার্ড

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর টিপু আজিজ (ফাইল ছবি)

যুক্তরাজ্যের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কার ‘মেডাল অব দ্য সোসাইটি অব ব্রিটিশ নিউরোলজিক্যাল সার্জনস’ (এসবিএনএস) লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর টিপু আজিজ।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

universel cardiac hospital

এতে বলা হয়, নুফিল্ড ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল সায়েন্সেস (এনডিএস) প্রফেসর আজিজকে নিউরোসার্জারি তার অবদানের জন্য আজীবন সম্মাননা হিসেবে এ পুরস্কার দিয়েছে।

টিপু আজিজ ১৯৫৬ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্বপাকিস্তান) জন্মগ্রহণ করেন। এর পর লন্ডন ইউনিভার্সিটি কলেজে নিউরোফিজিওলজি বিভাগে পড়াশোনা শেষ করেন।

তিনি পারকিনসনস এবং মাল্টিপল সেক্লরোসিসসহ বিভিন্ন রোগ বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি পেয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে