নেত্রকোনার কলমাকান্দার রামনাথপুর ডি,এস দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা বখাটের দ্বারা ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় দুদিন ধরে ক্লাস বর্জন করে মাঠে অবস্থান নিয়েছে। গতকাল সোমবার থেকে ক্লাস চলাকালীন সময়ে এ অবস্থান কর্মসূচি চলছে।
অভিযুক্তরা হচ্ছে- মাদ্রাসা পার্শ্ববর্তী পোগলা গ্রামের নূরু মিয়ার ছেলে আরিফ (২০), এমদাদুল হকের ছেলে রাহুল (১৯), সাইফুল ইসলামের ছেলে সাজিদ (২০) সহ আরো তিন-চার জন। লেখাপড়া ও অন্য কোনো কাজ না করায় এলাকায় তারা বখাটে হিসেবেই পরিচিত।
সরেজমিনে গেলে শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, অভিযুক্ত বখাটেরা পাঁচ-ছয় মাস ধরে নিয়মিত এ মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ২০-২৫ জন ছাত্রীকে উত্ত্যক্ত করছে।
ওই মাদ্রাসা সুপার মো. কেরামত আলী নিশ্চিত করে বলেন, উত্ত্যক্তকারীদের একাধিক বার বলেও উত্ত্যক্তের ঘটনা থামানো যাচ্ছে না। তাই উত্ত্যক্তকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা দুদিন ধরে ক্লাস বর্জন করে মাঠে অবস্থান নিয়েছে।
ওই মাদ্রাসা শিক্ষার্থীর অভিভাবক মো. বাবুল মিয়া বলেন এলাকার বখাটে ছেলেদের উৎপাতের কারণে আমাদের সন্তানরা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যাওয়া করে। অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি, এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।