‘ভারতে সরকার বদলালেও সম্পর্কে প্রভাব পড়বে না’

ডেস্ক রিপোর্ট

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : পিআইডি


“রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গাদের জন্য ভারতের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন।

আজ বুধবার ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন অভিমত ব্যক্ত করেন তিনি।

universel cardiac hospital

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটাই ছিল রীভা গাঙ্গুলীর প্রথম বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তারা।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে খুবই চমৎকার সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

তিনি বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কে সহযোগিতার সব দিকই এসেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় ঐতিহাসিক বন্ধনে বাঁধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত কয়েক বছরে এ সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এ কারণে আসন্ন জাতীয় নির্বাচনে ভারতে সরকার পরিবর্তন হলেও ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

রীভা গাঙ্গুলী সাংবাদিকদের বলেন, বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, লাইন অব ক্রেডিট, কানেকটিভিটি, দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গাদের জন্য ভারতের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে