৬৩ দিন পর বোলিং শুরু করলেন তাসকিন

ডেস্ক রিপোর্ট

৬৩ দিন
তাসকিন

সর্বশেষ ওয়ার্ল্ড কাপে করেছেন দূর্দান্ত বোলিং। ৯ উইকেট শিকারে বাংলাদেশ বোলিং আক্রমনে দিয়েছেন প্রান তাসকিন আহমেদ। ২০১৯ ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে চোখে ছিল দারুন স্বপ্ন। বিপিএলে দারুন বোলিংয়ে (২২ উইকেট) ফিরে পেয়েছেন রিদম।

 ১৫ মাস পর টেস্ট,ওয়ানডে স্কোয়াডে ফিরেছিলেন। তবে বিপিএলের নিজের শেষ ম্যাচে ক্যাচ ধরতে যেয়ে ইনজুরি কেড়ে নিয়েছে তার স্বপ্ন। মিস করেছেন নিউজিল্যান্ড সফর। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন এখনো দেখেন এই পেস বোলার। 

universel cardiac hospital

তবে পরিস্থিতির মুখে ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিয়েছেন তাসকিন- ‘ফিটনেস টেস্টে পাশ করেছি এখন বোলিংও শুরু করলাম আজ (বৃহস্পতিবার)। কতটুকু উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে কোন ম্যাচ থেকে খেলবো। আল্লাহ যা করবেন,তা  ভাল’র জন্য করবেন, সেটাই আমার বিশ্বাস।’

ইনজুরি থেকে ফিরতে করেছেন বেশ কিছু দিন রিহ্যাব।  বৃহস্পতিবার থেকে শুরু করেছেন বোলিং। ৬৩ দিন পর বোলিংয়ে নেমে মিরপুর একাডেমীতে ছোট রান আপে করেছেন ৩০টি ডেলিভারি। সুপার লিগ থেকে পুরো রিদমে বোলিং করতে পারবেন বলে আশা করছেন তাসকিন-‘ প্রায় সোয়া দুই মাস পর বোলিং শুরু করলাম। ফিজিও শাওন ভাইয়ের অধিনে বর্তমানে আছি আমি। ফিজিও বায়েজিদ ভাই দেবাশীষ স্যারও দেখেছে। শাওন ভাই  আমার বেশ কিছু ফিটনেস টেস্ট নিয়েছে। সবগুলো ফিটনেস টেস্টে উত্তীর্ন হয়েই বোলিং শুরু করলাম।  একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যদি ফিটনেস টেস্টগুলোর মধ্য দিয়ে যেতাম,  তাহলে আরও আগেই বোলিং শুরু করতে পারতাম। ৩০টা বল করলাম শর্ট রানআপে।  আশা করছি সুপার লিগ থেকে খেলবো।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে