পহেলা বৈশাখে ঢাকা-রাজশাহী বিরতিহীন ট্রেন চালু

ডেস্ক রিপোর্ট

ট্রেন
ফাইল ছবি

১৪ এপ্রিল পহেলা বৈশাখ ঢাকা-রাজশাহী রেলপথে নতুন বিরতিহীন ট্রেন চালু হচ্ছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ শুক্রবার বেলা ১১টায় কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান।

দ্রুতগামী এই ট্রেনের প্রস্তাবিত নাম ‘হিমসাগর’, ‘রূপসী বাংলা’, ‘বনলতা’, ‘গ্রিনসিটি’। এ থেকে একটি নাম নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

universel cardiac hospital

রেলসূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে আনা নতুন আধুনিক বগি যুক্ত করা হবে এই ট্রেনে। বর্তমান আন্তনগর ট্রেন থেকে অন্তত আড়াই ঘণ্টা কম সময়ে যাতায়াত করবে এটি। প্রস্তাবিত ভাড়া শোভন চেয়ার ৩৭৫ টাকা, স্নিগ্ধা ৭১৯ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে প্রতি আসন ৮৬৩ টাকা এবং বার্থ এক হাজার ২৮৮ টাকা।

সকাল ৭টায় রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১ টায়। আর ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে দেড়টায়; গন্তব্যে পৌঁছাবে বিকেল সাড়ে পাঁচটায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে