সৌদি দূতাবাসটি বাগদাদের ‘গ্রীন জোন’ এলাকায় খোলা হয়েছে। দীর্ঘ সময় পর সৌদির এমন উদ্যোগে উভয় দেশেই লাভবান হবে।
সৌদি আরব ইরাকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ৩০ বছর পর ফের বাগদাদে দূতাবাস খুলেছে।
সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবীর নেতৃত্বে উচ্চতর একটি প্রতিনিধি দলের ইরাক সফরে নতুন দূতাবাসটি উদ্বোধন করা হয়।
ইরাক পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ সাহাফ জানান, সৌদি দূতাবাসটি বাগদাদের ‘গ্রীন জোন’ এলাকায় খোলা হয়েছে। দীর্ঘ সময় পর সৌদির এমন উদ্যোগে উভয় দেশেই লাভবান হবে।
এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি আগামীকাল শনিবার ইরান সফরে যাবেন। চলতি মাসের শেষের দিকে তার সৌদি সফরেরও কথা রয়েছে।
১৯৯০ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইন কুয়েত আক্রমণ করার পর থেকে প্রতিবেশি দেশ ইরাকের সঙ্গে সবধরণের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব। তখন থেকে দু’দেশের মধ্যে কোনো বিমান চলাচলও করেনি।
ইরাকের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ার পর ২০১৭ সালে দুই দেশের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরু হয়।